বাংলার আলো টিভি ডেস্কঃ
অদ্য ২২ জানুয়ারি ২০২৫ বাদ মাগরিব বাগআঁচড়া দারুল ট্রাস্টে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বাগআঁচড়া ইউনিয়ন যুব জামায়াতের পরিচালক হাদিউজ্জামান (বেলালী) সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি তবিবুর রহমানের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলওয়াত ও ইসলামী সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া যুব সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাও: আজিজুর রহমান,কেন্দ্রীয় কর্ম পরিষদ ও যশোর কুষ্টিয়া অঞ্চল সহকারী পরিচালক।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আমীর বাংলাদেশ জামায়াত ইসলাম ও আমীর মাওঃ হবিবুর রহমান (বেলালী), নব নির্বাচিত আমীর, বাগআঁচড়া ইউনিয়ন, বক্তারা তাদের বক্তব্যে গত জুলাই আগস্টে শহীদ হওয়া ছাত্র জনতার আত্মার মাগফেরাত করে বৈষম্য বিরোধী আন্দোলন সম্পর্কে বলেন আজকের ছাত্র/যুব সমাজের প্রচেষ্টায় বাংলাদেশ থেকে সৈরাচার পদত্যাগ করে পালিয়েছে বক্তারা বলেন জুলাই আগস্টের আন্দোলনে কাদের বেশি ভূমিকা ছিল সেটা সময় বলে দিবে। আজকের যুব সমাজ বুঝতে শিখেছে দেশ কিভাবে সৈরাচার মুক্ত করতে হবে। এজন্য বাংলাদেশ জামায়াত ইসলামী আজকের যুব সমাজকে সামনে রেখে বাকি দিনগুলোতে সমাজ হতে সকল প্রকার জুলুম, শোষণ, দূর্নীতি,ও অবিচারের বিরুদ্ধে লড়তে চাই বক্তারা দেশের যুব সমাজকে বাংলাদেশ জামায়াত ইসলামীর ছায়াতলে এসে একটি পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র বিনির্মাণে সহযোগিতা করার আহ্বান করেন। অন্যান্যদের মধ্য আরও বক্তব্য রাখেন, ফজলুল হক, সভাপতি বাগআঁচড়া শহর শাখা, মাওঃ রুহল আমিন, সাবেক আমীর বাগআঁচড়া ইউনিয়ন, ডা: জাহিদ হোসেন পেশাজীবি সেক্রেটারি, বাগআঁচড়া শহর শাখা।