বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন
Headline
থানার হাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন জনাব মোঃ আবুল হোসেন সাতক্ষীরায় গণফোরামের সম্মেলন অনুষ্ঠিত যশোরের শার্শার ৮নং বাগআঁচড়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর যুব সমাবেশ অনুষ্ঠিত চাটখিল উপজেলা রেড ক্রিসেন্ট টিমের উদ্যেগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প নোয়াখালীর চাটখিলে দুই মহিলা মাদক কারবারি ১৬০০ ইয়াবাসহ গ্রেফতার আলফাডাঙ্গায় শীতার্তদের মাঝে খেলাফত মজলিস এর শীতবস্ত্র বিতরণ চাটখিলে জাতীয়তাবাদী সমবায় দলের আহবায়ক কমিটি ঘোষণা সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ পন্থিদের জয় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ফ্যাশন হাউস ‘সিগনেচার কালেকশন’-এর প্রথম শাখা উদ্বোধন
সাতক্ষীরায় গণফোরামের সম্মেলন অনুষ্ঠিত
/ ৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন

 

বাংলার আলো টিভি ডেস্কঃ
২৩ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী হলরুমে গণফোরাম সাতক্ষীরা সদর উপজেলা শাখা ও সদর উপজেলা মহিলা গণফোরামের ত্রিবার্ষিক সম্মেলন সদর উপজেলা গণফোরামের আহবায়ক ডাঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ হোসেনের সঞ্চলনায় (ভার্চুয়াল) প্রধান অতিথির বক্তব্যে রাখেন।
০৫ আগষ্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরই সারা দেশে চাঁদাবাজী সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলার ব্যপক অবনতি হয়েছে। স্বৈরশাসকের ব্যবসায়িক সিন্ডিকেট ভাঙ্গতে বর্তমান অন্তবর্তীকালীন সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।

মুক্তিযুদ্ধের চেতনা ও ৭২ এর সংবিধান ধ্বংস করার জন্য ৭১ এর পরাজিত শত্রুরা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। এই দেশ চলবে ৭১ এর মুক্তিযুদ্ধের চেতনায়, ৭২ এর সংবিধানের আলোকে। ক্ষমতায় টিকে থাকার জন্য ফ্যাসিষ্ট সরকার জনগনের বিরুদ্ধে-দেশের বিরুদ্ধে সংবিধানে যেগুলো অর্ন্তভুক্তি করেছে সেগুলো সংস্কার করুন। বর্তমান সময়ে দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে সাধারণ মানুষের জন-জীবন ব্যহত হচ্ছে।

ঠিক সেই সময়ে বর্তমান সরকার সাধারণ মানুষের কথা চিন্তা না করে সরকারী কর্মকর্তাদের মহার্ঘ্য ভাতা বাড়িয়ে সাধারণ মানুষের ওপর করের বোঝা চাপিয়ে দিয়েছে। জনগনের চাওয়া পাওয়া যদি আপনারা বুঝতে না পারেন, দেশের মানুষের দুঃখ কষ্ট আপনারা বুঝতে না পারেন, তাহলে রাষ্ট্র সংস্কারের নামে কালক্ষেপন না করে দ্রুত নিরপেক্ষভাবে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দায়িত্বভার দেয়ার জন্য বর্তমান সরকারের প্রতি আহবান জানান গণফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডাঃ মোহম্মাদ মিজানুর রহমান।

সম্মেলন উদ্বোধন করেন, গণ ফোরাম কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলী নূর খান বাবুল বলেন, গণফোরামের কর্মসূচী গণফোরামের আদর্শ সাতক্ষীরা জেলার তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে হলে গ্রামে গ্রামে গণফোরামের কমিটি গঠন করতে হবে।

আগামী নির্বাচনে গণফোরাম সাতক্ষীরার ৪টি আসনেই নির্বাচন করবে। ড. কামাল হোসেনের র্নিদেশে মোস্তফা মোহাসীন মন্টু ও মিজানুর রহমানের নেতৃত্বে গণফোরাম দেশব্যাপী সদস্য সংগ্রহ চলছে তা বাস্তবায়নের জন্য জেলার সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গণফেরাম সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোনায়েম হোসেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মুনছুর রহমান, সহ সভাপতি ডাঃ মিজানুর রহমান, সহ সভাপতি আছাদুজ্জামান লাল্টু, সহ সভাপতি ও মহিলা গণফোরামের সভাপতি ফেরদৌসী খান ময়না, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সদর উপজেলা মহিলা গণফোরামের সভাপতি পারভিন আক্তার, সাধারণ সম্পাদক এলিজা পারভিন, সাংগঠনিক সম্পাদক তানজিলা বেগম, প্রমুখ।

সম্মেলন শেষে ডাক্তার জাহাঙ্গীর আলমকে সভাপতি, রবিউল ইসলাম রবিকে সাধারণ সম্পাদক মোঃ ফরিদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্টি সদর উপজেলা গণফোরাম ও পারভিন আক্তারকে সভাপতি এলিজা পারভিনকে সাধারণ সম্পাদক, তানজিলা বেগমকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ তদস্য বিশিষ্ট সদর উপজেলা গণফোরাম কমিটি ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।