হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্রঃ
সেক্টর কমান্ডার মেজর এমএ জলিল এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে ৩৫/৩৫,৭২ স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউইয়র্কে ২৪ নভেম্বর ২০২৪ রবিবার সন্ধা ৭টায়। অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করেছেন আয়োজকরা।আয়োজনে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী।
মেজর (অবঃ) এমএ জলিল (জন্মঃ ৯ ফেব্রুয়ারি ১৯৪২, মৃত্যুঃ ১৯ নভেম্বর ১৯৮৯। মেজর (অবঃ) এমএ জলিল নামেই বেশি পরিচিত বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি ছিলেন একজন রাজনীতিক ও সামরিক কর্মকর্তা৷ তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ৯নং সেক্টরের নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু তারপরেও এই মুক্তিযোদ্ধাকে তার প্রাপ্ত সম্মান দেয়নি কোন সরকার। তিনিই একমাত্র সেক্টর কমান্ডার যিনি দেশ স্বাধীন করেও তার প্রাপ্য সম্মান পাননি বলে তার অনুসারীদের দাবী । তবে এ নিয়ে তার আফসোস বা আক্ষেপ ছিলো না। দুনীতিবাজদের দেওয়া সম্মান তিনি লাথি মেরে ফেলে দিয়েছিলেন বলে তার অনুসারীরা দাবী করেন ।