

বাংলার আলো টিভি ডেস্কঃ
নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা ও পৌর শাখা জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির,র উদ্যোগে আগামী ১৮ ফেব্রুয়ারী ২০২৫ বিকাল ৩টায় চৌমুহনী পাবলিক হলে ২রা মার্চ জাতীয় পতাকা উত্তোলন দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি‘র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র সিনিয়র সহ-সভাপতি মিসেস তানিয়া রব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজ মিয়া, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব কামাল উদ্দিন পাটোয়ারী, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব আনোয়ারুল কবির মানিক, নোয়াখালী জেলা জেএসডি’র সভাপতি জনাব ইকবাল হোসেন, নোয়াখালী জেলা জেএসডি’র সাধারণ সম্পাদক জনাব নুর রহমান (চেয়ারম্যান)।
সভাপতিত্ব করবেনঃ গোলাম রাব্বানী, আহবায়ক পতাকা উত্তোলন উদযাপন কমিটি। সঞ্চালনা করবেনঃ মোশাররফ হোসেন মিন্টু চেয়ারম্যান, ২নং গোপালপুর ইউনিয়ন পরিষদ।
পতাকা উত্তোলন দিবসের দাবী সমুহঃ
১। দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ গঠন।
২। ফেডারেল পদ্ধতির সরকার গঠন।
৩। প্রদেশ গঠন।
৪। স্ব-শাসিত স্থানীয় সরকার প্রতিষ্ঠা করা।