ভ্রাম্যমাণ প্রতিনিধঃ মোঃ কাজল ইব্রাহিম
নিখোঁজ ব্যক্তির নামঃ মোঃ নাভীন আকন্দ
পিতার নামঃ রবিউল ইসলাম আকন্দ
মাতার নামঃ নার্গিস বেগম
দাদার নামঃ রফিক আকন্দ
বয়সঃ ১২ বছর
গায়ের রংঃ শ্যামলা
শিক্ষাঃ চতুর্থ শ্রেণির ছাত্র, বাবু শিশু নিকেতন
পরনে ছিলঃ লাল শার্ট, ফুল প্যান্ট
মোঃ নাভীন আকন্দ আজ ১৯ অক্টোবর ২০২৪ সকাল ৬টা থেকে নিখোঁজ। তাকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তার বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার বামনডাঙ্গা এলাকার রামধন কড়িতলা বাজারে।
কোনো ব্যক্তি যদি নাভীনের সন্ধান পান, অনুগ্রহ করে নিম্নোক্ত ঠিকানা ও নম্বরে দ্রুত যোগাযোগ করুন।
যোগাযোগের ঠিকানা:
রামধন কড়িতলা বাজার, বামনডাঙ্গা, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
যোগাযোগের মোবাইল নম্বরঃ
০১৭৫৮০৮৮৯৯৭
০১৯৩৯০৪৮২৩৬
০১৪০০১৮৭৪০১
বিশেষ দ্রষ্টব্যঃ
সকল জনগণকে অনুরোধ করা যাচ্ছে, আপনারা এই বিজ্ঞপ্তি শেয়ার, কমেন্ট এবং লাইক দিয়ে দ্রুত ছড়িয়ে দিতে সাহায্য করুন, যেন এই ছেলের সন্ধান দ্রুত পাওয়া যায়।
আপনার সহযোগিতা আমাদের পরিবারের জন্য অপরিসীম।