বাংলার আলো টিভি ডেস্কঃ
বাংলাদে পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) নোয়াখালী শাখার নির্বাচন সম্পূর্ণ হয়েছে। এফবিএবির সর্বমোট ১০৭৫ জন ভোটারের মধ্যে ৪৮৭ জন ভোটারের প্রত্যক্ষ ভোটে ২৪৪ ভোট পেয়ে সভাপতি পদে মিসেস নসরত জাহান ও কোষাধক্ষ পদে আবু হাসান মোহাম্মদ নোমান ২৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ সিরাজ উদ্দীন সাহীন পেয়েছেন ৯১ ভোট।
শনিবার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এফবিএবির জেলা কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পরে রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ প্রফেসর কাজী মুহাম্মদ রফিক উল্যাহ বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) নোয়াখালী শাখার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী, তিনি পেয়েছেন ২০২ ভোট। এছাড়া সাংবাদিক মোঃ লিয়াকত আলী খাঁন সহ-সভাপতি, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির (এফপিএবি)
ডাঃ মোঃ নুরুল আলম লিটন সদস্য সচিব
নির্বাচিত হয়েছেন। যুব সদস্য পদে ফারিয়া জান্নাত ও সাইমা সুলতানা বর্ষা পদাধিকার বলে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রাপ্ত বয়স্ক সাধারণ সদস্য পদে মোঃ সোহেল উদ্দিন ৩৯৫ ভোট, সৈয়দা নাসরিন সামাদ ৩৫১ ভোট, তাহমিনা ফেরদাউস ৩১৩ ভোট, অ্যাডভোকেট হাজেরা পারভীন রামু ২৮২ ভোট, অ্যাডভোকেট জসিম উদ্দিন বাদল ২৬৮ ভোট, সাংবাদিক এফএএম মাহবুবুর রহমান ২২৩ ভোট ও ফারজানা আক্তার ২১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনার মোসাম্মৎ তাসলিমা খানম গণমাধ্যম কর্মীদের বলেন, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফবিএবি)র এ কমিটি আগামি ২০২৭ সাল পর্যন্ত তিন বছর মেয়াদে তাদের দায়িত্ব পালন করবেন।