ফরিদ আলম সিকদার, কক্সবাজার
বুধবার ২৩ই অক্টোবর মধ্যরাতে ৮ নম্বর সতর্কতার বিশেষ তথ্য জানিয়েছেন আবহাওয়ার অফিস।
ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে টেকনাফ-সেন্টমার্টিন রুটে সবধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি উপজেলার প্রতিটি আশ্রয়কেন্দ্রে প্রস্তুত রাখা হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আদনান চৌধুরী জানিয়েছেন, আবহাওয়া বরাত দিয়ে ঘূর্ণিঝড় দানার প্রভাবে টেকনাফ উপকূলে বৈরী আবহাওয়ার ও বিপদ সংকেত দেখা যাচ্ছে। তাঁরই প্রেক্ষিতে টেকনাফ ও সেন্টমার্টিন থেকে আসা যাওয়া সকল ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে।
এদিকে বুধবার সারাদিন আকাশ গম্ভীর মুখেই থেকেই সন্ধ্যার পর থেকে ঝোড়ো দমকা হাওয়ার সাথে ঝর বৃষ্টি দেখা যাচ্ছে ।
প্রসঙ্গত, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড়,দানা,আরও পশ্চিম উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বা আরো হতে পারে এমতাবস্থায় ৮নং বিপদ সংকেত সবাইকে সাবধানতা অবলম্বন করার অনুরোধ করেছেন।