হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার অফিস আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় থানাহাট বাজার বায়তুল হক জামে মসজিদ সংলগ্ন ইসলামী আন্দোলন বাংলাদেশের চিলমারী উপজেলা শাখার কার্যালয়টি, পবিত্র কুরআন তেলওয়াত ও আলেচনা সভার মাধ্যমে উদ্বোধন করা হয়েছে। চিলমারী উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি মাওলানা মনিরুজ্জামানের সভাপতিত্বে ও চিলমারী উপজেলা শাখার সদস্য সচিব মোঃ হাফিজুর রহমান ঝন্টুর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলার সভাপতি, জননেতা আলহাজ্ব মোঃ শাহজাহান মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, চিলমারী উপজেলা যুব আন্দোলনের সভাপতি হোসাইন আলী আবীদ, চিলমারী উপজেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি নাজমুল নাহিদ, উপজেলা আন্দোলনের সহকারী আহবায়ক মুহাম্মাদ মজিবুর রহমান, বাংলাদেশ মুজাহিদ কমিটির চিলমারী উপজেলা শাখার সদস্য বজলুর রহমানসহ আরও অনেকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।