মোঃ মফিদুল ইসলাম সরকারঃ
দেশের সুনামধন্য নাগরিক তৈরীতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অন্যন্য-ভিসি ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ
“United in Brotherhood” স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সভা ২৫ অক্টোবর ২০২৪ শুক্রবার সকাল ১০টায় রাজধানী ঢাকার বাংলাদেশ-‘চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে’ অনুষ্ঠিত হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সভায় সভাপতিত্ব করেন নাজমুল হক সাঈদী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব মোহাম্মদ আবদুল হাই। প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চেন্সেলর (ভিসি) অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিশনাল ডিআইজি আশরাফুজ্জামান, অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান, অধ্যাপক ড. আবু সিনা সহ হাজারের অধিক সদস্য ইসলামী বিশ্ববিদ্যালয় আঅ্যালামনাই এসোসিয়েশনের।
ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, দেশের সনামধন্য নাগরিক তৈরীতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অন্যন্য। বাংলাদেশের গন্ডি পেরিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সারাবিশ্বে ছড়িয়ে আছে।