এনামুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
২৫ অক্টোবর ২০২৪ দুপুর আনুমানিক ২.৩০ এর দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের দায়িত্বরত ডাক্তার সান্তনু মহাজনের দায়িত্বহীনতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২১-২২ সেশনের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নাইমা নির্মা (বাড়ি নরসিংদী) মৃত্যুবরণ করেছেন বলে অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের। এর প্রতিবাদে চবির প্রশাসনের কাছে জবাবদিহি সহ ১০ দফা বাস্তবায়নের জন্য জোর দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। দাবিসমূহ হলঃ
১. নাইমা নির্মার মৃত্যুর জন্য দায়ী ডাক্তারকে যথাযথ শাস্তির আওতায় আনতে হবে এবং তাকে বরখাস্ত করতে হবে।
২. মেডিকেলের অনিয়ম ও দায়িত্ব অবহেলার প্রেক্ষিতে ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত কমিটি গঠন করে ফলাফল আমাদের দেখাতে হবে।
৩. নাইমা নির্মার মৃত্যুর জন্য তার পরিবার কে ক্ষতিপূরণ দিতে হবে।
৪. চবি মেডিকেল এ ওষুধ সরবরাহ ও এম্বুল্যান্স এর সংখ্যা বৃদ্ধি সহ স্টুডেন্ট দের প্রয়োজনীয় সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।
৫. নাইমার চিকিৎসায় অবহেলার সাথে জড়িত প্রত্যেক কর্মচারী কে শাস্তির আওতায় আনতে হবে এবং বহিষ্কার করতে হবে।
৬. এম্বুল্যান্স শিক্ষক বা কর্মচারী তাদের ব্যাক্তিগত কাজে ব্যাবহার করতে পারবে না।
৭. সাইকাট্রিস্ট ও ফিজিওথেরাপিস্ট এর সংখ্যা বাড়াতে হবে।
৮. মেডিকেলে সকল ধরনের টেস্ট এর ব্যাবস্থা করতে হবে অর্থাৎ চবি মেডিকেল মিনি হাসপাতালে পরিণত করতে হবে।
৯. সাপ ও কুকুরের এন্টিভেনম এর ব্যাবস্থা করতে হবে।
১০. কোনো শিক্ষার্থী ভার্সিটিতে মারা গেলে তার লাশ বাড়িতে পৌছানোর জন্য চবি প্রশাসনকে দায়িত্ব নিতে হবে।