মাকে একবার জিজ্ঞেস করেছিলাম, “মা আমার স্বাধীনতা কখন ?”
মা উত্তরে বলেছিলেন এখন কিসের স্বাধীনতা ? বিয়ের পর স্বামীকে নিয়ে যা ইচ্ছে তাই করবে, স্বাধীনতা খুঁজে নিবে!
একদিন ভোরে স্বামীকে জিজ্ঞেস করলাম আচ্ছা মেয়েদের কি স্বাধীনতা নেই ? সখ আহ্লাদ নেই ?
উত্তর একটাই বিয়ের আগে যা করেছো করেছো, এখন করা যাবে না। লোকে কি বলবে ? ছেলে-মেয়েদের মানুষের মতো মানুষ করো, পরে যা ইচ্ছে করতে পারবে!!
আজ আমার ছেলের বয়স কুড়িতে পা দিলো। বললাম আচ্ছা বাবা মায়েদের স্বাধীনতা কখন ? বলতে পারিস ??
ছেলে আমার মস্ত বড় গম্ভীর মুখে উত্তর দিলো হেসে বললো, এখন কি আর ওই বয়স আছে নাকি, যা ইচ্ছে করবে ? অনেক কিছুই করেছো জীবনে এবার আমাদের মতো করে চলার চেষ্টা করো।
জানেন আপনি ?
মেয়ে মানুষের স্বাধীনতা হয় না, ঘর হয় না, তারা মানিয়ে নিতে নিতে আর স্বার্থের সবটুকু দিতে দিতে মৃত্যুবরণ করে!!!……
সত্যিই আমরা কেন এভাবে ভাবি না! আপনাদের কার কি মতামত, কমেন্টে জানাবেন।