রুবেল শেখ, পাবনা জেলা প্রতিনিধিঃ
আজ ২০ নভেম্বর ২০২৪ ইং বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব পাবনা সরকারি বুলবুল কলেজ, পাবনা সরকারী এডওয়ার্ড কলেজ ও পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিশ্রুতি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা উপস্থাপনা ও মতবিনিময় করেন ।
মত বিনিময়কালীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ছাত্রদলে কোনরকম সন্ত্রাসী অপকর্মকারীদের যায়গা হবেনা, যদি কেউ ছাত্রদলের নাম করে ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি আশীর্বাদ যে কোন অপকর্মের সাথে লিপ্ত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার দলগত ও আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
এছাড়াও তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা তুলে ধরেন। শিক্ষার্থীদের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিশ্রুতি, বাংলাদেশের সকল ধর্ম বিশ্বাসের মানুষ, বাংলাদেশে বসবাসরত নৃতাত্ত্বিক গোষ্ঠীসমূহ সহ অকল জাতি-গোষ্ঠী ও মানুষের চিন্তা-চেতনা ও আশা-আকাঙ্খাকে ধারণ করে অংশীদারিত্বমূলক সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার সম্পন্ন, জনকল্যাণমূলক, সহিষ্ণু, মনবিক, শান্তিকামি ও সমৃদ্ধ গণতান্ত্রিক সমাজ গঠন এবং
দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে পাঠ্যক্রম ও শিক্ষা নীতিতে দেশবিরোধী অধীপত্যবাদী শক্তির হীন অপচেষ্টা রুখে দিয়ে ও শিক্ষায়তনের প্রকৃত মালিকানা ফিরিয়ে আনা। শিক্ষার্থী ও শিক্ষাব্যবস্থার মাধ্যমে একটি মানবিক, সহিষ্ণু, নয়ন্যায়ানুগ, অন্তর্ভুক্তিমূলক এবং সমতাভিত্তিক সমাজ সৃষ্টির সঠিক প্রচেষ্টা চালিয়ে যাওয়া।
একটি প্রশিক্ষিত উৎপাদনশীল তরুণ সমাজ প্রতিষ্ঠায় রাষ্ট্রে সহায়ক শক্তি হিসেবে কাজ করা। মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে শিক্ষিত তরুণদের চিন্তার জগতে পরিবর্তন করা। সার্টিফিকেট নির্ভর পড়ালেখার বিকল্প হিসেবে কর্মমুখী শিক্ষায় মনোনিবেশীকরণে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করা।
জাতীয় ঐতিহ্য ও ভাবধারার সাথে সংগতিপূর্ণ এবং গণতান্ত্রিক সংস্কৃতিকে উৎসাহিত করা।
রাষ্ট্র গঠন ও রাজনীতিতে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণের ক্ষেত্রে সর্বপ্রকার বাধা দূরীকরণের ভূমিকা রাখা।
মাদকমুক্ত সমাজ গঠনে জনমত গড়ে তোলা এবং মাদকাসক্তদের পূর্ণবাসনের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগী হওয়া।
রাষ্ট্রের উচ্চ স্তরে গণতান্ত্রিক চেতনাকে প্রতিষ্ঠিত করতে হলে দেশের সকল বিদ্যাপীঠের গণতন্ত্রকে বিকশিত করতে হবে। মুক্ত রাজনৈতিক টর্চার অবারিত সুযোগ সৃষ্টি করতে হবে। ছাত্র সংসদ নির্বাচন গুলোকে নিয়মিত করতে হবে।
পরিশেষে সাধারণ শিক্ষার্থীদের ছাত্রদলের প্রতিশ্রুতি ও ছাত্রদল এর বিগত দিনে করণীয় সংগ্রামের বই ও ৩১ দফা নোটবুক তুলে দেওয়া হয় এবং ছাত্রদল সভাপতি বলেন ছাত্রদল এ সকল জাতীয় স্বার্থ নিশ্চিতকরণে প্রতিশ্রুতিবদ্ধ।