রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
Headline
নোয়াখালীর মাইজদী থেকে মাছফি হোসেন ওমর নামে একটি ছেলে নিখোঁজ হয়েছেন  নোয়াখালীর তালিকাভুক্ত ইয়াবার গডফাদার ইউনুস ফকিরসহ মাদক পাচারকারী চক্রের ০৫ সদস্য গ্রেপ্তার, ১৮৪০ পিস ইয়াবা উদ্ধার রাজবাড়ীতে আওয়ামী লীগের ১৯ নেতাকর্মী কারাগারে দীর্ঘদিন অসুস্থ্যতায় নিঃস্ব পরিবার, বাঁচতে চায় দেলোয়ার হোসেন বাবু চাটখিল থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করিয়া, বিভিন্ন মামলার এজাহারনামীয় ০৫ জন আসামী গ্রেফতার বিয়ের দাবিতে দুই সন্তানের জননীর অনশন, অবশেষে তাকেই বিয়ে করলেন শুভ ফিলিস্তিনের অকৃত্রিম বন্ধু ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান  বগুড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ২০২৫ সালের এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দিলেন বোদা পৌর ছাত্রদল  আগামীকাল শুরু হচ্ছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা, সকল পরীক্ষার্থীদের জন্য রইল দোয়া ও শুভকামনা এবং অফুরন্ত ভালোবাসা
কাইরান কাজী ১৪ বছর বয়সে ইলন মাস্কের স্পেসএক্সের ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছেন  
/ ১৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ১:০৫ পূর্বাহ্ন

 

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র

১৪ বছর বয়সে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মহাকাশবিষয়ক প্রতিষ্ঠান স্পেসএক্স-এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত কিশোর কাইরান কাজী। স্পেসএক্স-এর ‘প্রযুক্তিগতভাবে চ্যালেঞ্জিং কিন্তু মজার’ সাক্ষাৎকার পর্ব সফলভাবেই উৎরে গিয়েছেন কাইরান কাজী ।সুএ অনুপমনিঊজ।
সান্তা ক্লারা ইউনিভার্সিটি স্কুল অব ইঞ্জিনিয়ারিং থেকে গ্র্যাজুয়েশন শেষ করার পরপরই তিনি ২০২৩ সালের জুন মাসে ইলন মাস্কের প্রতিষ্ঠানটিতে কাজ শুরু করেন।

স্পেসএক্স-এর স্টারলিংক টিমে যোগদানের ব্যাপারে উচ্ছ্বসিত কাইরান লিংকডইনে লিখেছিলেন, তিনি ‘বিশ্বের সবচেয়ে সেরা কোম্পানির’ স্টারলিংক ইঞ্জিনিয়ারিং টিমে যোগ দিতে যাচ্ছেন।

কাইরান কাজী আরও লিখেছেন, স্পেসএক্স সেই সব বিরল কোম্পানিগুলোর মধ্যে একটি যারা কিনা তার বয়সের মতো পুরনো মানদন্ড দিয়ে তার সক্ষমতা ও পরিপক্কতা বিবেচনা করেনি। উল্লেখ্য যে, স্টারলিংক স্পেসএক্স-এর স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দানকারী প্রতিষ্ঠান।

কাইরানের মা জুলিয়া চৌধুরী কাজী ওয়াল স্ট্রিটের একজন কর্মী। তিনি ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর বে এলাকায় থাকেন। জুলিয়ার বাড়ি বাংলাদেশের মৌলভীবাজারে। কাইরান কাজীর বাবা মুস্তাহিদ কাজী যুক্তরাষ্ট্রে একজন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন। তাঁর বাড়ি বাংলাদেশের মানিকগঞ্জে বলে জানা গেছে।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, কাইরান কাজী ও তাঁর মা ক্যালিফর্নিয়ার প্লিজানটন থেকে ওয়াশিংটনের রেডমন্ডে স্থানান্তরিত হয়েছেন। কেননা, কাইরা কাজীর অফিস রেডমন্ডে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কাইরান কাজীর মা মৌলভীবাজারের জুলিয়া শপিং সিটির স্বত্বাধিকারী। তার নামে তার নানা মৌলভীবাজার শহরে প্রতিষ্ঠা করেছেন কাইরান রেস্টুরেন্ট।

কাইরানের নানা প্রয়াত সিনিয়র সাংবাদিক ও অ্যাডভোকেট গজনফর আলী চৌধুরী ছিলেন ষাটের দশকে দক্ষিণ সিলেটের বরেণ্য ন্যাপ নেতা। নব্বইয়ের দশকে দৈনিক সংবাদ যুক্তরাষ্ট্রর নিউইয়র্ক থেকে প্রকাশ শুরু হয় গজনফর আলী ও সৈয়দা হাসনা বেগম দম্পতির হাত ধরেই।

কাইরান কাজীর নানি ষাটের দশকের ছাত্রনেত্রী ও বাংলাদেশের জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক এমপি সৈয়দা হাসনা বেগম চৌধুরী।

খবরে বলা হয়েছে, ১১ বছর বয়সে যুক্তরাষ্ট্রের সান্তা ক্লারা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করে কাইরান কাজী ।২০২৩ সালে গ্র্যাজুয়েট হয়ে একেবারে চাকরিতে ঢুকে যান।

কাইরান কাজীর আশা, মানুষের মঙ্গল অভিযানে নিজের বিদ্যা-বুদ্ধি খাটিয়ে বিশেষ ছাপ রাখতে পারবেন তিনি।

কাইরানের বাবা-মা জানিয়েছেন, ছোট থেকেই বিশ্বের নানা বিষয়ে কৌতূহল কাইরানের। দু’বছর বয়সের মধ্যেই পুরো বাক্যে কথা বলতে পারত সে। সে যখন থার্ড গ্রেডে পড়ে তখন সে বাড়িতে জানায় যে স্কুলের পাঠ্যক্রম তার খুব সহজ লাগছে। তারপরই তাকে কমিউনিটি কলেজে ভর্তি করার সিদ্ধান্ত নেন তার বাবা-মা।

অবসর সময়ে ঐতিহাসিক ঘটনার ছায়ায় তৈরি কম্পিউটার গেম খেলতে ভালবাসেন কাইরান। বই পড়ার ক্ষেত্রে কল্পবিজ্ঞানের পোকা। তার প্রিয় লেখক ফিলিপ কে ডিক। সাংবাদিকদের মধ্যে তার প্রিয় অর্থনীতি বিশেষজ্ঞ মাইকেল লুইস।

কাইরান ইন্টেন ল্যাবসা’তে একজন এআই রিসার্চ কো-অপ ফেলো হিসেবে ইন্টার্নশিপ করেন এবং মাত্র ১১ বছর বয়সে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হন।

কাইরান কাজীর লিংকডইন প্রোফাইল অনুসারে, গত বছর ব্ল্যাকবার্ড ডট এআই নামের এক সাইবার ইন্টেলিজেন্স ফার্মে চার মাস মেশিন লার্নিংয়ের ইন্টার্ন হিসেবে কাজ করেন। সেখানে তিনি সামাজিক মাধ্যমের আধেয় ভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে কি না, তা শনাক্তের পরিসংখ্যানগত পদ্ধতি তৈরি করেন।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।