বাংলার আলো টিভি ডেস্কঃ
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দুষ্কৃতকারীরা চাটখিল থানায় হামলা ও অগ্নিসংযোগ চালায়। এ সময় দুর্বৃত্তরা থানার আগ্নেয়াস্ত্র ও গুলি লুট করে নিয়ে যায়।
রবিবার (৮ ডিসেম্বর) চাটখিল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দশানী টবগা গ্রামের খামার বাড়ি সংলগ্ন খাল থেকে গুলিগুলো উদ্ধার করা হয়। গুলির সঙ্গে একটি চায়না রাইফেলের ম্যাগাজিন, পুলিশের ওয়াকিটকি সেটের একটি ব্যাটারি ও গুলির একটি খালি বক্সও উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে স্থানীয় কিশোর জিসান (১৪) গুলিগুলো দেখে একটি বাড়িতে নিয়ে যায়। ঘটনাটি সে বাড়ির লোকজনকে জানালে তারা পুলিশে খবর দেয়।
দশানী টবগা গ্রামের বাসিন্দা আজহারুল ইসলাম সুমন (৪৫) বলেন, বক্সভর্তি অসংখ্য গুলি দেখে পুলিশকে জানানোর পর নোয়াখালী পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল-ফারুক চাটখিল সার্কেলের সহকারী পুলিশ সুপার নিত্যানন্দ দাস ও চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ আহমেদ চৌধুরীসহ পুলিশের একটি দল এসে ম্যাগাজিন, ব্যাটারিসহ ৬১২টি গুলি উদ্ধার করে নিয়ে যায়।