বাংলার আলো টিভি ডেস্কঃ
নোয়াখালীর সুবর্ণচরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (৮ জানুয়ারি) বিকালে সুবর্ণচর উপজেলার ৪নং চর ওয়াপদা ইউনিয়নের চর কাজি মোখলেস প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে চর ওয়াপদা কৃষক দলের আহ্বায়ক বশির উল্যার সভাপতিত্বে ও সুবর্ণচর উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ডা. সোহাগের চৌধুরীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন নোয়াখালী জেলা কৃষক দলের আহ্বায়ক ভিপি ফজলে এলাহি পলাশ, সদস্য সচিব জি এস আবদুজ্জাহের হারুন।
এসময় নোয়াখালী জেলা কৃষক দলের সভাপতি বলেন, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার ৫ দিন আগে ও বড় গলাই কথা বলেছিলেন কিন্তু শেষ সময়ে পাতিলের ভাত টুকু ও খেতে পারে নাই।আমাদেরকে ও এই বিষয় গুলো বিবেচনা করে চলতে হবে নয়তো তাদের মতো আমাদের ও সেই পরিণতি হবে। এছাড়াও সুবর্ণচর উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, চর ওয়াপদা ইউনিয়ন বিএনপি সভাপতি ওলি উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক আলা উদ্দিন সহ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।