

হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী চাটখিল পৌর শহরের ৯নং ওয়ার্ড দৌলতপুরে হোসনেয়ারা আলম আলোকিত ফাউন্ডেশন এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র অসহায় সমাজের সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার উপজেলার দৌলতপুর চাটখিল পৌরসভার ৯নং ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোহাম্মদ আনোয়ার হোসেন।
হোসনেয়ারা আলম আলোকিত ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকে বন্যা, বিভ দুর্যোগ সহ যেকোনো সময় অসহায় মানুষের পাশে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ফাউন্ডেশনটি পরিচালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি জাতীয় দৈনিক ঢাকার ডাক পত্রিকার চাটখিল প্রতিনিধিকে বলেন দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে (সিএসআর) তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত অসহায় গরিব, সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ানো। ইফতার সামগ্রী বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত, আমি সবার কাছে দোয়া চাই, ইনশাল্লাহ আমি সবসময় অসহায় মানুষের জন্য কাজ করে যাবো।