

রাসেল আহম্মেদঃ
১৯ মার্চ ২০২৫ বুধবার বগুড়ার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়ন শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কাগইল নায়েব উল্ল্যাহ আলিম মাদ্রাসার মাঠে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মো. সিরাজুল ইসলাম, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কাগইল ইউনিয়ন শাখা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জননেতা গোলাম রব্বানী, সহ-সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কেন্দ্রীয় কমিটি এবং গাবতলী-শাজাহানপুর-৭ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মো. আব্দুল বাছেত, সহ-সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বগুড়া জেলা শাখা। মাওলানা মো. আব্দুল মজিদ, সাবেক ভাইস চেয়ারম্যান, গাবতলী উপজেলা, বগুড়া। মাওলানা মো. ইউনুছ আলী, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গাবতলী উপজেলা শাখা। অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, (ডিস্ট্রিক্ট জজ কোর্ট, বগুড়া)। মো: মতিউর রহমান মতিন, সাবেক অধ্যক্ষ সোনাতলা পাইলট স্কুল এন্ড কলেজ, মো: সুজাউল ইসলাম মো: আব্দুর রাজ্জাক মিলন, জামায়াত নেতা মোঃ ইসমাইল হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি সরকারী অধ্যাপক আশরাফ হোসেন, কাগইল ইউনিয়ন বিএনপি সংগ্রাম সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান হিলুু। সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন শীষ, সাবেক ইউপি চেয়ারম্যান আগানিহাল জলিল (তপন), আবু জাফর, প্যানেল চেয়ারম্যান, কাগইল ইউনিয়ন পরিষদ, মাওলানা বজলুর রহমান, জনাব আব্দুর রাজ্জাক, প্রমূখ
অনুষ্ঠানে বক্তারা ইসলামিক মূল্যবোধের ভিত্তিতে সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, ইসলামের আলোকে ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে সকল শ্রেণির মানুষ তাদের ন্যায্য অধিকার পাবে।
পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের মানুষ উৎসাহের সঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।