রাশেদুল ইসলাম আইয়ুবী
জনগণকে ধর্মীয় মতবিরোধ পরিহার করে সহনশীল আচরণের আহবান
ইমামে আযম আবু হানিফা রহ. কেবল একজন ফকীহ বা ইসলামী আইনজ্ঞই ছিলেন না; বরং তিনি ইসলামের ভাবগাম্ভীর্য ও মূল আবেদনকে ঠিক রেখে উম্মাহের জন্য ইসলামকে জীবনঘনিষ্ঠ, সহজতর ও বাস্তবমুখী করে উপস্থাপনের অন্যন্য এক ব্যক্তিত্ব ছিলেন। তিনি ফিকহের বড় ইমাম ছিলেন, অসংখ্য হাদিসের হুফফাজ ছিলেন। সবচেয়ে বড় বিষয় হলো, তিনি ছিলেন একজন বড় তাবেঈ। ইসলামী ইতিহাসের সাড়ে তের’শ বছরে যতগুলো মুসলিম সাম্রাজ্য অতিবাহিত হয়েছে, সবগুলোতে বিচার, আইন, শিক্ষা ও রাষ্ট্রনীতিতে অনুসৃত নীতি ছিলো ফিকহে হানাফী।
আজ ১২ নভেম্বর ২০২৪ ঈসায়ী মঙ্গলবার সকাল ৯টা থেকে রাজধানীর সেগুনবাগিচাস্থ বিএমএ মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ-এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা নূরুল হুদা ফয়েজী দা.বা. এর সভাপতিত্বে ইমামে আযম আবু হানিফা রহ. এর জীবন, কর্ম ও অবদান শীর্ষক ‘আন্তর্জাতিক ইমামে আজম কনফারেন্স’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুতাকাল্লিমে ইসলাম ও ফিকহে হানাফীর ভাষ্যকার মাওলানা ইলিয়াস গুম্মান হাফি। কনফারেন্সে উপস্থিত আলোচকবৃন্দ উপর্যুক্ত কথা বলেন।
আল্লামা ইলিয়াছ গুম্মান (পাকিস্তান) বলেন,
আমি ত্বলেবে ইলমদের প্রতি অনুরোধ করবো, আপনারা ইলম ত্বলব করুন। খানকাগুলোর সাথে তাআল্লুক রাখুন। মুরব্বিদের পরামর্শে জীবন পরিচালনা করুন। মুরব্বিদের প্রতি সম্মান বজায় রাখুন।
বক্তারা আরও বলেন, উম্মাহর মাসলাক ও ফিরকাগত মতানৈক্যকে এদেশে সবসময় রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। যার ফলে মানুষ ইলমী ও ফিকহী মতানৈক্যের প্রতি বীতশ্রদ্ধ হয় এবং মতানৈক্য মতবিরোধে রূপ নেয়। অথচ ইমামে আযম আবু হানিফা রহ. সহ ফিকহের ইমামগণ এবং আমাম বুখারী রহ. সহ হাদীসের ইমামগণ চেয়েছেন দীন ও শরীয়তকে মানুষের জন্য সহজতর করতে। মতভিন্নতার মাধ্যমে নতুন নতুন সমাধান বের করে নিয়ে আসতে। কিন্তু আজ দুঃখজনক বাস্তবতা হলো, বড়দের সেসব মতাক্যৈ ক্ষেত্রবিশেষ গোষ্ঠিগত স্বার্থসিদ্ধির জন্য ব্যবহৃত হচ্ছে।
কনফারেন্স-এ আরও বক্তব্য রাখেন, মাওলানা নেয়ামতুল্লাহ আল-ফরিদী, মাওলানা আবদুল মতিন, মাওলানা শফি কাসেমি, মাওলানা ডক্টর নুরুল আবসার আজহারি, মাওলানা আবদুল মজিদ, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা সাঈদ আহমদ, মুফতি আবদুল্লাহ মাসুম, মুফতি লুৎফুর রহমান ফারায়েজি, মুফতি বেলাল বিন আলী প্রমূখ।