

রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ, দিনাজপুরঃ
গতকাল রবিবার দিবাগত গভীর রাতে দিনাজপুরের বীরগঞ্জে ৩ পরিবারের গোয়াল ঘর থেকে ৪ লক্ষাধিক টাকা মুল্যের ৫টি গরু চুরি হয়েছে। উপজেলার নিজপাড়া ইউনিয়ন কৈকুড়ি গ্রামে প্রেমহরি, দুলাল ও রূপালী বালার বাড়ীতে এই চুরি সংঘটিত হয়েছে।দুলাল রায়ের পিতা খগেন্দ্র নাথ রায় জানান, চুরি যাওয়া গরু গুলোর মধ্যে দুটি গাভীসহ ৪টি গরু ও ১টি বাছুর রয়েছে। গরু গুলোর অনুমানিক মূল্য ৪ লাখ টাকার বেশী হবে মর্মে জানা গেছে।
প্রেমহরি বলেন, রাত ১২টা পর্যন্ত গরু গুলো গোয়াল ঘরে দেখে আমরা ঘুমিয়েছি। সকালে গোয়াল ঘরে গিয়ে দেখি একটি গরুও নেই। সম্ভবত গভীর রাতে অজ্ঞাত চোরের দল গরুগুলো চুরি করে নিয়ে গেছে।
নিজপাড়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে গরু চুরির বিষয়টি শুনেছি এবং ক্ষতিগ্রস্তদেরকে থানায় অভিযোগ করতে বলেছি।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর জানান, গরু চুরির বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।